ঠাকুরগাঁওয়ের জেলা সার্কিট হাউসে গত রবিবার (২০ আগস্ট) সকালে প্রেস কাউন্সিলের আয়োজনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সাংবাদিকদের নিয়ে সেমিনার ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে প্রেস কাউন্সিল আইন, আচরণবিধি ও সাংবাদিকতার নীতিমালা” শীর্ষক সেমিনার ও মত বিনিময় সভা নিয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রামকৃষ্ণ বর্মন, অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগমসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানের প্রেস কাউন্সিলের চেয়ারম্যানসহ অতিথিরা সাংবাদিকদের সংবাদ প্রকাশের আইন, আচরণবিধি ও সাংবাদিকতার নীতিমালাসহ বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।
প্রেস কাউন্সিলের অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে উপস্থিত সাংবাদিকেরা ওয়েজবোর্ড বাস্তবায়ন, প্রকৃত সাংবাদিকদের সঠিক প্লাটফর্ম তৈরি, যত্রতত্র সাংবাদিক ও নিউজ পোর্টাল তৈরিসহ বিভিন্ন সমস্যা নিরসনকল্পে এই মতবিনিময় সভায় তাদের কথা তুলে ধরেন।
ডিবিএন/এসই/ এমআরবি