শেষ মুহূর্তে তালেবানের সঙ্গে নির্ধারিত আলোচনা বাতিল করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে এক টুইটে এ তথ্য নিশ্চিত করেন তিনি।
ক্যাম্প ডেভিডে রোববার আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি এবং তালেবানের শীর্ষ নেতাদের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল।
সম্প্রতি আফগানিস্তানে তালেবানের হামলায় এক মার্কিন সেনা নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে বৈঠক বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প।
এর আগে এক বছরের চেষ্টায় উভয় পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে বৈঠকের বিষয়বস্তু ঠিক করা হয়। বর্তমানে আফগানিস্তানে ১৪ হাজার সেনা মোতায়েন রয়েছে।