যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এ খবরে ডলারের দাম ঊর্ধ্বমুখী হয়েছে, যার প্রভাব পড়েছে সারা বিশ্বের অর্থনীতিতে। ২০২০ সালের মার্চের পর অন্যান্য মুদ্রার বিপরীতে ডলারের মূল্য একযোগে কখনো এতটা বাড়েনি। বিটকয়েনের দামও এযাবৎকালের সর্বোচ্চ উচ্চতায় উঠেছে।
বিভিন্ন দেশের মুদ্রাসহ পাউন্ড, ইউরো ও ইয়েনের বিপরীতে ডলারের দর বেড়েছে প্রায় ১.৫ শতাংশ।
ব্যবসায়ীরা ধারণা করছেন, দ্বিতীয় মেয়াদে ট্রাম্প কর হ্রাস ও আমদানি শুল্ক বৃদ্ধি করলে মূল্যস্ফীতি বাড়তে পারে। এতে নীতি সুদহার হ্রাসের গতি কমতে পারে। নীতি সুদহার বাড়তি থাকলে বিনিয়োগকারীরা ডলারভিত্তিক সঞ্চয় পরিকল্প ও বিনিয়োগ থেকে বেশি মুনাফা পাবেন। খবর বিবিসির
ট্রাম্পের জয়ের সংবাদ প্রচারের পরপরই নড়েচড়ে বসেছে বিশ্বের বিভিন্ন অঞ্চলের শেয়ার ও মুদ্রাবাজার, যা ঘটল:
১. যুক্তরাষ্ট্রের বিভিন্ন শেয়ার সূচক বেড়েছে, বিশেষ করে ব্যাংকের শেয়ার ভালো করেছে।
২. পাউন্ড, ইয়েনসহ বিভিন্ন বড় মুদ্রার বিপরীতে ডলারের দর বেড়েছে ১ দশমিক ৬৫ শতাংশ। বিশেষ করে ডলারের বিপরীতে পাউন্ডের দরপতন হয়েছে ১ দশমিক ১৬ শতাংশ, গত ৮ মাসের মধ্যে যা সর্বোচ্চ।
৩. যুক্তরাজ্যের সবচেয়ে বড় কোম্পানিগুলোর সূচক এফটিএসই ১০০ দিনের শুরুতে বেড়ে যায়, যদিও দিন শেষে তা কিছুটা কমেছে।
৪. ডলারের বিপরীতে ইউরোর দরপতন হয়েছে ১ দশমিক ৮৯ শতাংশ, গত জুন মাসের পর যা সর্বনিম্ন।
৫. জাপানের বাজারে প্রধান সূচক নিক্কি ২২৫ সূচক বেড়ে হয়েছে ২ দশমিক ৬ শতাংশ। এটি জাপানি অর্থনীতির জন্য ইতিবাচক।
৬. চীনের মূল ভূখণ্ডে সাংহাই কম্পোজিট ইনডেক্স অবশ্য কিছুটা কমেছে। হংকংয়ের হ্যাং সেং সূচক কমেছে ২ দশমিক ২৩ শতাংশ।
এদিকে ডলারের পাশাপাশি বিটকয়েনের দামও বেড়েছে। বিটকয়েনের দাম একলাফে বেড়েছে ৮ শতাংশ। দাম ছয় হাজার ডলার বাড়ায় একেকটি বিটকয়েন বিক্রি হচ্ছে ৭৫ হাজার ৩৭১ ডলারে। বিটকয়েনের ১৫ বছরের ইতিহাসে এটিই সর্বোচ্চ দাম। গত মার্চে বিটকয়েনের দাম রেকর্ড পরিমাণ বেড়ে দাঁড়িয়েছিল ৭৩ হাজার ৭৯৭ ডলারে। অর্থাৎ নির্বাচনকে কেন্দ্র করে বিটকয়েনের দাম সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম