কক্সবাজারের টেকনাফ সীমান্তে চোরাকারবারিদের গুলিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর দুই জন সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
আজ বুধবার (৫ জুন) সকাল ১০টার দিকে সীমান্তে এ ঘটনা ঘটে।
বুধবার দুপুরে বিজিবির টেকনাফস্থ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ এ তথ্য জানিয়েছেন। তবে তিনি আহত দুই সদস্যের নাম জানাননি।
বিজিবি সূত্রে জানা গেছে, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ নাজিরপাড়া বিওপির নৌ টহলদল নাফ নদীতে টহল কার্যক্রম পরিচালনাকালে রহমানের খাল নামক স্থানে হঠাৎ একটি নৌকার মুখোমুখি হয়। এসময় নৌকায় অবস্থানরত সশস্ত্র চোরাকারবারী দল বিজিবি টহল দলকে লক্ষ্য করে অতর্কিতভাবে গুলি করতে থাকে। পরে নিজেদের জানমাল রক্ষার্থে পাল্টা গুলি বর্ষণ করেন বিজিবি সদস্যরা।
এ ঘটনায় চোরাকারবারিদের গুলিতে বিজিবির দুই সদস্য গুরুতর আহত হন। আহতদের চিকিৎসা চলছে।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৩:১৯ | শুক্রবার
ডিবিএন/এসই/ এমআরবি