হাবিবুল ইসলাম হাবিব:: ‘গুজবে কান দিবেননা, আইন নিজের হাতে তুলে নিবেননা’ শ্লোগানে টেকনাফ উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কক্সবাজার জেলার দিক-নির্দেশনায় র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। ৬ আগস্ট সকাল ১০টায় র্যালী শেষে আলোচনা সভা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষিকা হ্লাম্যা ছা রাখাইনের সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরল আলম। বিশেষ অতিথি ছিলেন টেকনাফ উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষক আমান উল্লাহ। উপজেলা-ইউপি আনসার-ভিডিপির সদস্যবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে অংশগ্রহণ করেন। সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, ‘ছেলেধরা সন্দেহে কাউকে পেটানো ফৌজদারি অপরাধ। তাই আইন নিজের হাতে তুলে না নিয়ে যেকোন বিষয়ে প্রশাসনকে জানাতে হবে।