ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার পর আলোচনা-সমালোচনা যেন পিছুই ছাড়ছে না। এর মধ্যে কয়েকদিন ধরে টিম ইন্ডিয়ার ক্রিকেট মহলে নয়া প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।
২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপার পর আর সংক্ষিপ্ত ফরম্যাটে নিজেদের সেরা প্রমাণ করতে পারেনি মাহেন্দ্র সিং ধোনির উত্তরসূরিরা। তাই এবার জোর গুঞ্জন বাদ পড়তে যাচ্ছেন বিরাট কোহলি ও অধিনায়ক রোহিত।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অবশেষে তাই হল নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দলে এই দুই অভিজ্ঞ ক্রিকেটারকে রাখা হয়নি।
কিছুদিন আগেই এক বোর্ড কর্তা বলেছিলেন, টি-টোয়েন্টি ক্রিকেটে আর দেখা যাবে না বিরাট এবং রোহিতকে। সেই বোর্ড কর্তার এমন মন্তব্যের পর থেকেই জল্পনা-কল্পনার শুরু।
বোর্ডের একাধিক সূত্রে খবর অনুযায়ী যে ভারতীয় ক্রিকেট বোর্ড ও টিম ম্যানেজমেন্ট টি-টোয়েন্টি দল নিয়ে উদ্বিগ্ন। এই বিষয়ে ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে আলোচনায় বসতে চলেছে বোর্ড। তবে আলোচনায় তাদের দুইজনের টি-টোয়েন্টি ক্যারিয়ার।
চেতন শর্মার নেতৃত্বাধীন নির্বাচক কমিটি এবার কঠিন পথটাই বেছে নিতে চলেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতকে নেতৃত্ব দিয়ে নজরে এসেছেন হার্দিক পান্ডিয়া। তাঁকেই সংক্ষিপ্ত ফরম্যাটে ভারতের অধিনায়ক করা হতে পারে বলে আলোচনা চলছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে হার্দিকের কাঁধেই দায়িত্ব দিয়েছে বোর্ড। ১৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। একাধিক সূত্র বলছে পরিবর্তনের পথে হাঁটছে বিসিসিআই। অপরদিকে বোর্ড জানিয়েছে দুই অভিজ্ঞ ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), সূর্যকুমার যাদব (সহ-অধিনায়ক), ঈশান কিশান, (উইকেটকিপার), রাহুল ত্রিপাঠি, জিতেশ শর্মা (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আরশদীপ সিং, উমরান মালিক, শিবম মাভি, পৃথ্বী শ, মুকেশ কুমার।