বাংলাদেশি বংশোদ্ভূত শেখ এম. রহমান টানা চতুর্থবার মার্কিন সিনেটর নির্বাচিত হয়েছেন। আমেরিকার জর্জিয়া অঙ্গরাজ্যের ডিস্ট্রিক্ট-ফাইভ থেকে কিশোরগঞ্জের সন্তান শেখ রহমান বুধবারের নির্বাচনে ডেমোক্রেট দল থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন। তিনি রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী লিসা ব্যাবেজের চেয়ে ৭০ শতাংশ বেশি ভোট পেয়েছেন।
এর আগে, একই নির্বাচনী এলাকা থেকে তিনবার সিনেটর নির্বাচিত হন শেখ রহমান। তিনি প্রথম বাংলাদেশি আমেরিকান ও প্রথম মুসলিম, যিনি জর্জিয়ায় সিনেটর নির্বাচিত হন।
জানা গেছে, ৬৩ বছর বয়সী শেখ রহমান কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা নজিবুর রহমানের সন্তান। তার জন্ম বাজিতপুরে। ১৯৮১ সালে তিনি আমেরিকা যান। জর্জিয়া ইউনিভার্সিটি থেকে বিবিএ ডিগ্রি অর্জন করেন শেখ রহমান। ৩ ভাই ও ৪ বোনের মধ্যে তিনি মেজো। তার ভাই শেখ মজিবুর রহমান ইকবাল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বর্তমান সহ-সভাপতি ও বাজিতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক।
এদিকে শেখ রহমানের বিজয়ে জর্জিয়ায় প্রবাসী বাংলাদেশি এবং তার জন্মস্থান কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মানুষ আনন্দে ভাসছেন।
আজ ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৫০ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ এমআরবি