ছাত্র-জনতার আন্দোলনে টাঙ্গাইল শহরে গুলিবিদ্ধ হয়ে নিহত দশম শ্রেণির শিক্ষার্থী মো. মারুফ নিহতের ঘটনায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ও বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল হক টিটুসহ ৫৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। নিহত মারুফের মা মোরশেদা বেগম বাদী হয়ে গত রাতে মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরো ২০০ জনকে আসামি করা হয়েছে।
আজ সোমবার (১৯ আগস্ট) দুপুরে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
উক্ত মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন- টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য খান আহম্মেদ শুভ ও টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য অনুপম শাজাহান জয়। এছাড়া টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা, পৌর মেয়র সিরাজুল হক খান আলমগীরকে আসামি করা হয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট বিকেলে টাঙ্গাইল সদর থানার কাছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শিক্ষার্থী-জনতার সংঘর্ষ চলার সময় শাহীন স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী মারুফ গুলিবিদ্ধ হয়ে মারা যান।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | ভোর ৫:১৮ | শুক্রবার
ডিবিএন/এসই/ এমআরবি