কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে টাইব্রেকারে কানাডাকে হারিয়া তৃতীয়স্থান নিশ্চিত করেছে উরুগুয়ে। এর আগে সেমিফাইনালে কলম্বিয়ার কাছে হেরে যাওয়ায় শিরোপাস্বপ্ন ভেঙে গেছে লা সেলেস্তেদের আর আর্জেন্টিনার কাছে হেরে যায় কানাডা।
রোববার (১৪ জুলাই) ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের প্রথমার্ধে ১-১ গোলের সমতায় শেষ করে উরুগুয়ে ও কানাডা। এদিন ম্যাচের অষ্টম মিনিটে উরুগুয়েকে লিড এনে দেন রদ্রিগো বেন্তাঙ্কুর। তবে ২২ মিনিটে কানাডাকে সমতায় ফেরান ইসমাইল কোনে।
তবে দ্বিতীয়ার্ধে ২-২ গোলে খেলা শেষ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পেয়েছে মার্সেলো বিয়েলসার শিষ্যরা। প্রথম দুই শ্যুটে দুই দলই গোল করে। তৃতীয় শ্যুটে এসে তালগোল পাকিয়ে ফেলেন কানাডার ইসমায়েল কোনো। তবে বরাবরেই মতো সফলতা দেখায় উরুগুয়ে। টানা ৪ শ্যুটের সবগুলোতেই কানাডার জাল কাঁপায় তারা। পঞ্চম শ্যুটে কানাডা ব্যর্থ হওয়ায় জয় অবধারিত হয়ে যায় উরুগুয়ের।
আজ ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:৩৯ | শনিবার
ডিবিএন/এসই/ এমআরবি