ইংল্যান্ডে ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে ইংল্যান্ডের বিপক্ষে ৭২ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ দল। এতে ছয় ম্যাচে চার জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান আরও পোক্ত করল যুবারা।বৃহস্পতিবার টবি হো ক্রিকেট গ্রাউন্ডে টস জেতার পর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে ব্যাট করতে পাঠায় স্বাগতিকরা।ওপেনার তানজিদ হাসানের সেঞ্চুরিতে ২২৫ রানের লক্ষ্য দেয় টাইগার যুবারা। এতে ব্যাট করতে নেমে ১৫২ রানে গুটিয়ে যায় ইংলিশরা।ইনিংসের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে বেন চার্লসওর্থকে বোল্ড করলেন বাংলাদেশের পেসার তানজিম হাসান সাকিব। এই ইংলিশ ওপেনার ফিরলেন ৪ রান করে। সপ্তম ওভারের প্রথম বলে ফের আঘাত সাকিবের। ড্যান মৌসলে ধরা পড়লেন উইকেট-রক্ষক আকবর আলীর হাতে। ১৭ রান করে বাম-হাতি এই ব্যাটসম্যান ফেরত যান।দলীয় ৩১ রানের মাথায় ব্যক্তিগত ৪ রান করা আরেক ওপেনার টম ক্লার্ক পড়লেন লেগ বিফোরের ফাঁদে। অষ্টম ওভারের দ্বিতীয় বলে উইকেটটি তুলে নেন শাহিন আলম। ডান-হাতি এই পেসারের দ্বিতীয় শিকার হন লুইস গোল্ডসওর্থি। মাত্র ২ রান করে মৃত্যুঞ্জয় চৌধুরীর হাতে ধরা পড়েন এই মিডল ওয়ার্ডার।ক্যাচের পর বাম-হাতি মিডিয়াম পেসার মৃত্যুঞ্জয় এবার উইকেট তুলে নিলেন। ১ রান করা জর্জ হিল ফিরলেন আকবরের গ্লাভসে ক্যাচ দিয়ে।৫১ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাকফুটে থাকা স্বাগতিকদের হাল ধরলেন জ্যাক হ্যায়নেস। দ্রুত ৪০ রান তুলে নিলেন তিনি। যদিও দলীয় ৯৫ রানে এসে শামিম হোসেনের হাতে ক্যাচ দিয়ে থামলেন এই ব্যাটসম্যান। ৭ রান যোগ হতেই আবারও শামিমের হাতে ক্যাচ। এবার ১৮ রান করে ফিরে গেলেন ইংলিশ অধিনায়ক জর্জ বল্ডারসন। দুটি উইকেটই তুলে নিলেন রকিবুল হাসান।শেষ দিকে নিক কিমবারকে নিয়ে ২৮ রানের জুটি গড়েন ফিনলে বিন। যদিও সাকিব দ্বিতীয় স্পেলে এসে সেই জুটি ভাঙেন। মৃত্যুঞ্জয়ের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ১১ রান করা কিমবার।ব্যাট করতে নামা ব্লেক কুলেন বেশিক্ষণ থিতু হতে পারেননি। ৬ রানে বোল্ড হন রকিবুলের বলে। শেষ পর্যন্ত লড়াই করেও ফিনলে বিন থামেন ৩০ রানে। মৃত্যুঞ্জয়ের বলে বোল্ড হন। অন্যদিকে রানের খাতা না খুলেই অপরাজিত থাকেন হামিদুল্লাহ কাদরী। ৩৯ ওভার পর্যন্ত ১৫২ রান করতে সক্ষম হয় স্বাগতিকরা।সাকিব ও রকিবুল তিনটি করে উইকেট নেন। দুটি করে উইকেট তুলেছেন শাহীন ও মৃত্যুঞ্জয়।এর আগে ব্যাট করতে নেমে তানজিদ ১১৩ বলে ১১৭ রানের ইনিংস খেলেন। ১৬টি চার ও দুটি ছক্কায় ইনিংসটি সাজান এই ওপেনার।এছাড়া মাহমুদুল হাসান জয় ৪১ ও তৌহিদ হৃদয় ৩১ রান করেন।ইংলিশদের হয়ে কিমবার পাঁচটি, কুলেন ও হিল একটি করে উইকেট তুলেন।আগামী ৩ আগস্ট ইংলিশদের প্রতিপক্ষ টুর্নামেন্টের আরেক প্রতিদ্বন্দ্বী ভারত অনূর্ধ্ব-১৯ দল। ৫ আগস্ট আবারও বাংলাদেশ-ইংল্যান্ড একে অপরের মুখোমুখি হবে।