ঘুর্নিঝড় রেমালের কারণে আগামী ২৯ মে তৃতীয় ধাপে পাইকগাছা উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে। কয়েকদিনের টানা দাবদাহের মধ্যে ১৯ জন প্রার্থীর চলছিল জমজমাট প্রচারণা। নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। প্রার্থীদের সাদাকালো আর রঙ্গিন পোস্টার শোভা পাচ্ছিল উপজেলার ১০ টি ইউনিয়ন ও পৌর শহরের অলিগলি, হাট বাজার, রাস্তাঘাটসহ সর্বত্র। আবার গানে গানে ভোট চাওয়া হচ্ছে মাইকের মাধ্যমে। কিন্তু সোমবার (২৬ মে) রেমালের ঝড় ও বৃষ্টিতে সর্বনাশ ডেকে এনেছে নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের জন্য। বৃষ্টিতে ভিজে ধুয়ে গেলো দড়িতে ঝোলানো সব পোস্টার।
সরেজমিনে পাইকগাছা পৌরসভা, চাঁদখালী, কপিলমুনি , লতা ,হরিঢালী লস্করসহ বেশ কয়েকটি এলাকায় ঘুরে ও খোঁজ নিয়ে যানা যায়, প্রার্থীদের পক্ষে দড়ি দিয়ে যে পোস্টার ঝোলানো হয়েছিল, তার সবই ধুয়ে রাস্তায় পড়ে আছে। আবার কোথাও কোথাও ঝড়ের গতিতে ছিঁড়ে যায় দড়ি। আবার কোথাও ওপরে ঝুলছে শুধু দড়ি। এই দৃশ্য শুধু পৌর শহরে নয়, উপজেলার ১০ ইউনিয়ন ও পৌরসভার যত পোস্টার ছিল, সব ভিজে নিচে পড়ে গেছে।
✪ আরও পড়ুন: তৃতীয় ধাপে ভোট পড়েছে ৩৮ শতাংশ: ইসি সচিব
উপজেলা পরিষদের নির্বাচনে হেলিকপ্টার প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. আসাদুল বিশ্বাস জানান, তার সব পোস্টার বৃষ্টিতে ছিঁড়ে পড়ে গেছে। সব প্রার্থীরই পোস্টার বৃষ্টিতে নষ্ট হয়েছে। এখন নতুন করে আবার পোস্টার ছাপিয়ে ঝোলাতে হবে।
তিনি বলেন, পোস্টার তো টাঙাতেই হবে। তা না হলে ভোটার প্রতীক চিনবে কী করে?
চেয়ারম্যান পদ প্রার্থী কৃষ্ণপদ মন্ডল বলেন, বৃষ্টিতে তিনিসহ সব প্রার্থীরই পোস্টার নষ্ট হয়ে গেছে। এরই মধ্যে প্রেসে আবার পোস্টার ছাপানোর অর্ডার দিতে হবে। এর ফলে সবার ব্যয় বেড়ে যাচ্ছে।
এদিকে প্রার্থীদের সর্বনাশ হলেও লাভ হবে ছাপাখানাগুলোর। কয়েকজন ছাপাখানা জানান,প্রার্থীদের পোস্টার ছিঁড়ে পড়ে গেছে। এখন অনেক প্রার্থীই আবার নতুন করে পোস্টার ছাপানোর জন্য অর্ডার দেবেন। কয়েকজন এরই মধ্যে যোগাযোগও করেছেন।
জানা গেছে, প্রতিটি রঙিন পোস্টার ৮-১০ টাকা সাদা-কালো নির্বাচনী পোস্টারের জন্য ৪-৫ টাকা খরচ হয়। আগামী ২৯ মে উপজেলা পরিষদ নির্বাচনক স্থগিত করা হয়েছে। তাই নতুন করে আবারো পোষ্টার ছাপাতে হবে।
এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন বলেন, প্রার্থীদের নিয়মনীতি মেনে প্রচার-প্রচারণা করতে হবে। পোস্টার লাগানোর ক্ষেত্রে যে নির্দেশনা রয়েছে সেসব মেনে পুনরায় পোস্টার লাগাতে পারবে।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৪৫ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান (বাপ্পি)