এল.কে.লিমন খান ঝালকাঠিঃ
ঝালকাঠিতে মাদক, সন্ত্রাস, ট্রাফিক সচেতনামূলক সপ্তাহ ও নবীন বরন অনুষ্ঠানে র্যাব-৮ সিও অতি. ডিআইজি আতিকা ইসলাম ও পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন ব্যস্ত সময় পার করেন। ১৩ জুলাই সকাল ১০ টায় টিআই আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন পেট্রোলপাম্প মোড়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি নিজেই বিভিন্ন গাড়ীর কাগজপত্র যাচাই করেন। যাদের কাগজপত্র সঠিক ছিল তাদের রজনীগন্ধা ফুলের স্টিক দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। পরে বেলা ১১ টায় সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের চাকলা বাজার সংলগ্ন সৈয়দা জামিলা খাতুন বালিকা বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণীর ছাত্রীদের নবীন বরন অনুষ্ঠানে সেকান্দার আলী খলিফার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন র্যাব সিও আতিকা ইসলাম, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। দুপুর ২ টায় নলছিটি উপজেলার প্রতাব মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক মিজানুর রহমানের সভাপতিত্বে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভায় পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এ সকল অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার এম এম মাহমুদ হাসান, অতি. পুলিশ সুপার রইছ উদ্দিন, ঝালকাঠি থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন, নলছিটি থানার অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন, নথুল্লাবাদ ইউপি চেয়ারম্যান রেজাউল কবির, অধ্যক্ষ চন্দ্র শেখর, সায়মুন সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।