অভিনয়ের স্বীকৃতিস্বরূপ অভিনেত্রী জয়া আহসান জিতে নিয়েছেন জাতীয় পুরস্কারসহ দেশ বিদেশি বেশ কিছু পুরস্কার। সেই সাফল্যের তালিকায় যোগ হলো ফিল্মস অ্যান্ড ফ্রেমস ডিজিটাল অ্যাওয়ার্ডের ‘ট্রেন্ডসেটিং পারফরম্যান্স অব দ্য ইয়ার’ পুরস্কার।
কলকাতার ‘কণ্ঠ’ সিনেমায় অভিনয়ের জন্য এই পুরস্কার জিতে নিয়েছেন জয়া আহসান। অনলাইনেই অ্যাওয়ার্ড শো আয়োজন করেছে ‘ফিল্মস অ্যান্ড ফ্রেমস’। ভারতের ‘হ্যালো’ নামের একটি প্রতিষ্ঠান এই অ্যাওয়ার্ড প্রদান করেছে।
পুরস্কার পাওয়া প্রসঙ্গ জয়া আহসান বলেন, ণপ্রথমবারের মতো এই পুরস্কার পেলাম। সম্মানিত জুরি ও আমার কাজের প্রতি যারা আস্থা রেখে এই সম্মাননা প্রদান করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এই পুরস্কার পেয়ে সম্মানিত বোধ করছি।
টলিউডের শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায় পরিচালনা করেছেন ‘কণ্ঠ’। এতে রমিলা চরিত্রে অভিনয় করেন জয়া। গত বছরের ১০ মে পশ্চিমবঙ্গে মুক্তি পায় সিনেমাটি। এরপর সাফটা চুক্তির মাধ্যমে বাংলাদেশের ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় এ সিনেমা।
উল্লেখ্য, বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান অভিনয় ক্যারিয়ারের সোনালী সময় পার করছেন। দেশের গণ্ডি পেরিয়ে তিনি কলকাতার বাংলা সিনেমাতেও সেরা অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। দুই বাংলার প্রযোজক-পরিচালকরা যে কোনো চরিত্রের জন্য জয়ার উপর ভরসা করেন।