যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন জানিয়েছেন, তিনি নির্বাচিত হতে পারলে যুক্তরাষ্ট্রকে ইরানের পরমাণু সমঝোতায় ফিরিয়ে নেবেন।
সম্প্রতি জো বাইডেন মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন’র ওয়েবসাইটে লেখা এক প্রবন্ধে একথা বলেন। তিনি পরমাণু সমঝোতাকে ‘কঠিনভাবে মেনে চলার চুক্তি’ বলে মন্তব্য করেন।
প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন বলেন, “আমি ইরানকে কূটনীতির পথে ফিরে আসার প্রস্তাব দেব। যদি ইরান সমঝোতায় ফিরে আসে তাহলে আমেরিকাও তাতে যুক্ত হবে।”
জো বাইডেন আরো বলেন, “আমি আর এখন কিছু পদক্ষেপ নেবে যাতে মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের করোনা বিরোধী লড়াই বাধাগ্রস্ত না হয়। এরপর আমি ধীরে ধীরে ট্রাম্পের আরোপ করা অসম্মানজনক ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেব।”
উল্লেখ্য, ২০১৮ সালের মে মাসে ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে। এদিকে ইরানও পাল্টা পদক্ষেপ হিসেবে পরমাণু সমঝোতার কিছু ধারা বাস্তবায়ন স্থগিত রেখেছে।