তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ী-বড়লেখা উপজেলার বিভিন্ন স্থানে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদতবার্ষিকী উপলক্ষে অসহায়, দুস্থ, হতদরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার (১৪ আগস্ট) জুড়ী উপজেলা বিদ্যুৎ কার্যালয়ের উপ-সহকারি প্রকৌশলী আনসারুল কবির শামীমের নেতৃত্বে বিদ্যুৎ বিভাগের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে অসহায় হতদরিদ্র পরিবারে খাদ্যসামগ্রী পৌঁছে দেন।
জুড়ী উপজেলা বিদ্যুৎ কার্যালয় সূত্র জানায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস উদযাপনকে সামনে রেখে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সারাদেশে করোনা পরিস্থিতিতে খাদ্য সংকটে থাকা মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয়। যার অংশ হিসেবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট কার্যালয়ের মাধ্যমে জুড়ী ও বড়লেখা উপজেলায় ৭০টি হতদরিদ্র অসহায় মানুষকে খাদ্য সহায়তা প্রদান করা হয়। খাদ্যসামগ্রীর প্রত্যেকটি প্যাকেটে ছিল ৫ কেজি চাউল, ২ কেজি আলু, ১ লিটার তৈল,১ কেজি লবণ,১ কেজি ডাল।
জুড়ী উপজেলা বিদ্যুৎ কার্যালয়ের উপ-সহকারি প্রকৌশলী আনসারুল কবির শামীম বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকীতে তার পরিবারের সকল সদস্যদের রুহের মাগফেরাত কামনা,প্রধানমন্ত্রী ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের জন্য দোয়া প্রার্থনা করে অসহায়, দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।