‘জাহারা দে লা সিয়েরা’ দক্ষিণ স্পেন এর পাহাড় বেষ্টিত এক অনিন্দ সুন্দর নগরী।সি এন এন এর ভাষ্য মতে,১৪ ই মার্চ থেকে যখন সমস্ত স্পেন জুড়ে করোনার থাবা বিস্তার শুরু হয় তখন এই শহরটি নিজেকে পুরো বিশ্ব থেকে আলাদা করে নেয়, শহরের মেয়র সানদিয়াগো গ্যালভান শহরের ৫ টি প্রবেশ পথের সবকটি ব্লক করে দেন।এ পর্যন্ত স্পেনে যেখানে ১,৬১,৮৫২ জন লোক আক্রান্ত এবং ১৬,৩৫৩ জন মৃত্যুবরণ করেছেন সেখানে স্পেনের এ শহরে মৃত্যু দূরে থাক একজন করোনা আক্রান্ত রোগীও পাওয়া যায় নি । যদিও এর আশে পার্শ্বের সব গুলা শহর করোনার সাথে লড়াই করছে।
এ শহরের মোট জনসংখ্যার এক চতুর্থাংশ লোক বৃদ্ধ যাদের বয়স ৬৫ বছরের বেশী, শহরের মেয়রের সরাসরি তদারকিতে সবগুলা পরিষেবা পরিচালিত হচ্ছে।শহরের একটি মাত্র প্রবেশ পথ খোলা রাখা হয়েছে যেটিতে একজন মাত্র পুলিশ অফিসার এবং ২ জন স্বেচ্ছাসেবক (PPE পরিহিত) রয়েছে,যারা এই প্রবেশ পথে প্রবেশকারী জনসাধারন ও গাড়ী গুলো যাচাই বাচাই এবং জীবাণু মুক্ত করার কাজ করছেন। জীবাণু মুক্ত করা ছাড়া একটি গাড়ীও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ।এমনকি অপরিচিত কোন লোককে শহরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
এর সাথে পুরো শহরকে সেনিটাইজ করা হচ্ছে,প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৫ টা ৩০ মিনিটে সব গুলো রাস্তা, শপিংমল ও বাড়ীর বাইরের অংশ সেনিটাইজার ছিটিয়ে জীবাণু মুক্ত করা হয়।২ জন মহিলা রাখা হয়েছে যারা গ্রোসারি ও মেডিকেল আইটেম অনলাইনে বুকিং নিয়ে বাড়ী বাড়ীতে পৌঁছে দেওয়ার কাজ করছেন।মেয়র বলেছেন তার শহরের জনগণ তাকে আন্তরিক ভাবে সহযোগীতা করছেন।২ টি গাড়ী গলি গলি গিয়ে ছোট বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য গান সহ নানা রকম লাইটিং শো করছে।‘জাহারা’ হতে পারে যে কোন শহরের জন্য এই দুর্যোগময় মুহূর্তে অনুকরণীয়।