চাকরি স্থায়ীকরণের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থান ধর্মঘট পালন করছে চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। ধর্মঘটে অচল হয়ে পড়েছে বিভিন্ন কার্যক্রম।
গতকাল সোমবার (১৭ জুলাই) সকাল থেকে এ অবস্থান ধর্মঘট পালন শুরু করেন তারা।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জানা যায়, গতকাল সকাল থেকে দেড় শতাধিক এর বেশী চতুর্থ শ্রেণীর কর্মচারীরা কাজ বন্ধ রেখে উপাচার্য ভবনের সামনে অবস্থান ধর্মঘট পালন শুরু করেন।
এসময় তারা চাকরি স্থায়ীকরণ না করা হলে মৃত্যুর হুমকি দেন। চাকরি স্থায়ীকরণ না হওয়া পর্যন্ত অবস্থান ধর্মঘট চলবে বলে জানিয়েছে তারা।
ডিবিএন/ডিআর/মাহমুদা ইয়াসমিন