জাবি প্রতিনিধি,
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় হলেও এর প্রতিটা হলে সিট সংকট প্রকট,এক গণরুমে ১১৪ জন,দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরাও এখনো গণরুম ঠাসাঠাসি করে বসবাস করছেন।
এ নিয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীরা সিটের দাবিতে মানববন্ধন করেছে এবং প্রশাসনের আশ্বাসে দাবি থেকে সরে আসে।
মঙ্গলবার(৯ জুলাই) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে হলটির ৪৭ ব্যাচের শিক্ষার্থীরা এ মানববন্ধন শুরু করেন। এতে হলটির ৪৭ ব্যাচের প্রায় ৭০ জন ছাত্রী অংশ নিয়েছেন।
মানবন্ধনে আইন ও বিচার বিভাগ ২য় বর্ষের শিক্ষার্থী আফসিন সুলতানা এ্যামি বলেন, আমাদেরকে বারবার মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছে যে, ইদের পর সিট দেওয়া হবে, ছুটির পরে কয়েকজন করে সিট দেওয়া হবে। কিন্তু এখনও পর্যন্ত কোন উদ্যোগ নেওয়া হয়নি। আমাদের একজনও সিট পায়নি। আমরা প্রভোস্ট ও ভিসি বরাবর আবেদন দিয়েছিলাম কিন্তু কোন জবাব পাইনি। যে কারণে আমরা মানববন্ধন করতে বাধ্য হয়েছি। আর যতক্ষণ পর্যন্ত প্রভোস্ট এসে লিখিত না দেবেন ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে যাচ্ছি না।
মানববন্ধনে আসন সমস্যার জন্য লিখিত আশ্বাসের দাবি তোলেন শিক্ষার্থীরা। পরবর্তীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মুজিবুর রহমান শিক্ষার্থীদের সমস্যা সমাধানের জন্য লিখিত আশ্বাস দিলে মানববন্ধন তুলে নেন তারা।
এ বিষয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহা. মুজিবুর রহমান বলেন, আগামি ৩১ তারিখের মধ্যে সবাইকে এক রুমে পাঁচটি বেড করে সবাইকে সিট বরাদ্দ দেওয়া হবে।
সাজিদ আযম
০১৯০৬৯০৪৩০৭