আগামী ১ অক্টোবরের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসিকে পদত্যাগের সময় বেধে দিয়েছেন আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীরা। রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে উপাচার্যের বিরুদ্ধে কালো পতাকা প্রদর্শন হয়।
এতে শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষকরাও উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে বরাদ্দ টাকার হিসাব স্পষ্ট করতে হবে প্রশাসনকে। এছাড়া উন্নয়নের নামে ক্যাম্পাসের প্রকৃতি ধ্বংস করার যে ষড়যন্ত্র চলছে তা সমন্বিত আন্দোলনের মাধ্যমে রুখে দেয়া হবে।
বক্তারা দাবি করেন, একটি ছাত্র সংগঠনকে উপাচার্য টাকা দিয়ে তার নৈতিকতা হারিয়েছেন।
স্বেচ্ছায় যদি উপাচার্য পদত্যাগ না করেন তাহলে কঠোর আন্দোলনের মাধ্যমে পদত্যাগে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ার করা হয় মানববন্ধন থেকে। ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার কারণে ১ অক্টোবর পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষোভকারীরা।