প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৪’ উদ্বোধন করেছেন।
আজ বৃহস্পতিবার (২৭ জুন) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।
এবার বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ১২৬ জন প্রাথমিক শিক্ষা পদক পাচ্ছেন। অনুষ্ঠানে মধ্য প্রধানমন্ত্রীর হাত থেকে পদক গ্রহণ করেন ৫৪ জন। ৩৬ জন শিক্ষার্থী, ১৫ ব্যক্তি এবং তিনটি সংস্থা সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক গ্রহণ করেছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী ও সচিব ফরিদ আহমেদ।
সারাদেশে প্রাথমিক ও গণশিক্ষার উন্নয়নের কার্যক্রমের ওপর একটি ভিডিও ডকুমেন্টারিও প্রদর্শন করা হয়।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম