বাংলাদেশি কূটনীতিক মোহাম্মদ আব্দুল মুহিত জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে আন্তর্জাতিক সিভিল সার্ভিস কমিশনের (আইসিএসসি) সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জন্য নির্বাচিত দুটি শূন্য আসনের জন্য বাংলাদেশের পাশাপাশি চীন ও দক্ষিণ কোরিয়ার প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বাংলাদেশ ও চীনের প্রার্থীরা নির্বাচিত হন।
আজ শনিবার (৯ নভেম্বর) জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
নির্বাচনে নির্বাচিত হওয়ার পর মুহিত বলেন, এটি বাংলাদেশের জন্য একটি বড় অর্জন এবং অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক ও জাতিসংঘে সক্রিয় ভূমিকার স্বীকৃতি।
প্রসঙ্গত, ইন্টারন্যাশনাল সিভিল সার্ভিস কমিশন (আইসিএসসি) হলো জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক প্রতিষ্ঠিত একটি স্বাধীন বিশেষজ্ঞ কমিশন, যা ১৫ সদস্যের সমন্বয়ে গঠিত। কমিশনটি জাতিসংঘের মানবসম্পদ ব্যবস্থাপনা, ক্ষতিপূরণ, কর্মীদের প্রাপ্যতা ইত্যাদি বিষয় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ এবং সুপারিশ করে।
উল্লেখ্য, মোহাম্মদ আব্দুল মুহিত ২০২২ সালের জুলাই মাসে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের দ্বিতীয় কমিটির (ইকনমিক ও ফিন্যান্সিয়াল কমিটি) চেয়ারম্যান, ইউএনডিপি/ ইউএনএফপিএ/ ইউএনওপিএস এর এক্সিকিউটিভ বোর্ডের ২০২৪ সালের সভাপতি এবং জাতিসংঘ পিস বিল্ডিং কমিশনের চেয়ারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। এবার রাষ্ট্রদূত মুহিত ২০২৫ থেকে ২০২৮ সাল পর্যন্ত চার বছরব্যাপী আইসিএসসি সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
আজ ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | বিকাল ৫:২৪ | শুক্রবার
ডিবিএন/এসই/ এমআরবি