জাতিসংঘ করোনা মহামারি মোকাবিলায় তহবিল গঠনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে ১ হাজার ৩০ কোটি ডলার অর্থ সহায়তা চেয়েছে ।
এটি এ যাবতকালের জাতিসংঘের পক্ষ থেকে সবচেয়ে বড় তহবিল গঠনের আহ্বান।
জাতিসংঘ জানিয়েছে, নিম্ন আয় ও নাজুক অর্থনীতির দেশে এ অর্থ খরচ করার পরিকল্পনা করা হয়েছে। করোনা মহামারির কারণে বছরের শেষ নাগাদ সাড়ে ২৬ কোটি মানুষ অনাহারের মুখে পড়তে পারে। এখনই ব্যবস্থা নিতে না পারলে তা কয়েক দশকে অর্জিত উন্নয়নকে ধ্বংস করে দেবে বলে সতর্ক করেছে জাতিসংঘ।
এর আগে, করোনা মোকাবিলায় গত মার্চে সর্বপ্রথম তহবিল গঠনের আহ্বান জানিয়েছিল জাতিসংঘ। তবে এবার দ্বিতীয় দফার আবেদনে রেকর্ড পরিমাণ সহায়তা চাওয়া হয়েছে।