রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগকর্মী সন্দেহে কয়েকজনকে মারধরের পর পুলিশে দিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। এসময় ১০ জনের বেশি মারধরের শিকার হয়েছেন বলে ঘটনার প্রত্যক্ষদর্শীদের মারফত জানা গেছে। এছাড়া জয় বাংলা’ স্লোগান ও শেখ হাসিনা দেশে আবারো ফিরে আসবেন বলায় গণপিটুনি দিয়ে এক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করেছে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তবে তাৎক্ষণিকভাবে ঐ ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
আজ রোববার (১০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এমন ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা গনমাধ্যমে জানিয়েছেন, এক ব্যক্তি বিক্ষোভের মাঝে হঠাৎ এসে বলেন, শেখ হাসিনা চলে আসবেন। আমি একজন মুক্তিযোদ্ধা। জয় বাংলা বলে স্লোগান দেওয়া শুরু করেন। এরপরই উপস্থিত জনতা, বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাকে বেধড়ক পিটুনি দেন। পরে পুলিশে সোপর্দ করা হয় তাকে।
এছাড়া সকাল থেকেই আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে বিএনপির শতাধিক নেতা-কর্মী অবস্থান নেন। এ সময় সেখানে আসা কয়েকজনকে আওয়ামী লীগের কর্মী সন্দেহে মারধর করা হয়। মারধরের পর তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেন তাঁরা। পরে পুলিশ তাদের আটক করে নিয়ে যায়।
এদিকে আজ গুলিস্তানের জিরো পয়েন্টে আওয়ামী লীগের ডাকা বিক্ষোভ কর্মসূচি প্রতিহত করতে শনিবার রাতেই জিরো পয়েন্টে অবস্থান নেন বিভিন্ন দল ও সংগঠনের নেতা-কর্মীরা। আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার পর থেকেই পল্টন, প্রেসক্লাব, জিরো পয়েন্ট এলাকায় বিক্ষোভ করেছেন তারা। শনিবার রাতেই জিরো পয়েন্ট ঘিরে অবস্থান নিতে দেখা গেছে গণঅধিকার পরিষদ, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীদের। তারা জানিয়েছেন, হাজারো মানুষকে হত্যাকারী, ফ্যাসিবাদী আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে কোনো কর্মসূচি করতে পারবে না।
অন্যদিকে উদ্ভূত পরিস্থিতিতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জিরো পয়েন্ট ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থান নিতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। এ সময় তাদের সঙ্গে সাঁজোয়া যান ও জলকামান থাকতে দেখা গেছে।
আজ ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | দুপুর ২:২৪ | শনিবার
ডিবিএন/এসই/ এমআরবি