জয় দিয়ে বিশ্বকাপ শুরু হলো বাংলাদেশের। আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে শুভসূচনা করল টিম টাইগার। মিরাজ ও শান্তর দায়িত্বশীল ব্যাটিংয়ে ৯২ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর ফেলে বাংলাদেশ।
শনিবার ৭ অক্টোবর ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৩৭.২ ওভারে ১৫৬ রানে অলআউট হয় আফগানরা। জবাবে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান তুলে জয়ের উল্লাসে মাতে টাইগাররা। নাভিন উল হকের বলে টানা দুই চার মেরে ম্যাচ শেষ করে দেন শান্ত।
বিশ্বকাপ মিশনে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। টাইগার বোলারদের দাপটে মাত্র ৩৭.২ ওভারে ১৫৬ রানে অলআউট হয়েছে আফগানিস্তান। আফগানিস্তানের দেওয়া ১৫৭ রান তাড়া করতে নেমে শুরুতে ধাক্কা খায় বাংলাদেশও। ২৭ রানের মধ্যে হারিয়ে বসে ২ উইকেট। তবে মেহেদি হাসান মিরাজ আর নাজমুল হোসেন শান্ত মিলে সহজ জয়ের পথ গড়ে দিয়েছেন টাইগারদের।
ম্যাচে সাকিব ৮ ওভারে ৩০ রানে ও মিরাজ ৯ ওভারে ২৫ রানে ৩টি করে উইকেট নেন। শরিফুল ৩৪ রানে ২টি, তাসকিন ৩২ রানে ও মুস্তাফিজ ২৮ রানে ১টি করে উইকেট শিকার করেন।
বাংলাদেশের একাদশ : লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), মোহাম্মদ নবি, নজিবুল্লাহ জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রেহমান, নভিন-উল-হক, ফজল হক ফারুকি।
*** আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৩:৩৫ | শুক্রবার ***
ডিবিএন/এসই/ এমআরবি