মোঃ খোরশেদ আলম, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি: মুরাদনগর উপজেলা বাংগরা বাজার থানার ২ নং আকুবপুর ইউনিয়নের কোড়েরপার গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ০৪ জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার বেলা ১০টায় কোড়েরপার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার কোড়েরপার এলাকায় আনোয়ার হোসেন কামাল ও শান্ত সরকারের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৪ জনকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আনোয়ার হোসেন কামাল, স্বপ্না বেগম, শান্ত সরকার,ফজিলুতেনেছার নাম জানা গেছে।
আহত শান্ত সরকার জানান, ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ০৪ শতাংশ বসতবাড়ি তারা দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন। কিন্তু তার প্রতিবেশী আনোয়ার হোসেন কামাল পর্চা সূত্রে একই জমির মালিকানা দাবি করছেন। এ নিয়ে তাদের সঙ্গে বিরোধ দেখা দেয়। এরই জেরে তারা দা, ছুরি, লাঠিসোটা নিয়ে হামলা চালালে তাদের উভয় পরিবারের অন্তত ৪ সদস্য আহত হন।
এ অভিযোগ অস্বীকার করে আহত আনোয়ার হোসেন কামাল জানান, ওয়ারিশ সূত্রে পাওয়া জমির মালিক রহিমা খাতুনের পালক ছেলের নাতি মুকবল হোসেন, মনির হোসেন, মমতাজ বেগমের সাবেক ৪৮৭৫ হালে ৭৯৯০ দাগে ৪ শতক ক্রয় করি কিন্তু তিনি দখলে যেতে পারে না।যতবারই দখলে যেতে চেয়েছিলেন ততবারই হামলার শিকার হয়েছিল। যারফলে এর আগেও শান্ত সরকার ও তার গংদের বিরুদ্ধে কুমিল্লা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ঠ্রেট সাহেবের ৮ নং আমলী আদালতে দুইটি মামলা করেছিললেন।তিনি আরও জানান বৃহস্পতিবার সকালে তার জায়গায় লাগানো ফলের গাছ গুলো শান্ত সরকারের বউ কাটতেছিল তখন সে বাধা দিলে তার পরিবারের উপর হামলা করে এবং তার পরিবারের ২ সদস্যকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। এবং তার ঘরের দরজা জানালা কুপিয়ে কেটে ফেলেছে। তিনি রবিবার কুমিল্লা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ঠ্রেট সাহেবের ৮ নং আমলী আদালতে আরও একটি মামলা করেন।