তোপের মুখে পড়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বোলসোনারো। পুলিশের কাছ থেকে তথ্য পেতে অসমর্থতা প্রকাশ ও পরিবারকে রক্ষার জন্য প্রয়োজনে মন্ত্রিপরিষদের সদস্যদের বদলি করে দেয়ার মন্তব্য করা তার কারন।সম্প্রতি এ সম্পকির্ত একটি ভিডিও প্রকাশ্যে আসার পর জনগণের তোপের মুখে পড়েন তিনি।
শুক্রবার (২২ মে) ব্রাজিলের মন্ত্রিসভার বৈঠকের দুই ঘণ্টার এই ভিডিও প্রকাশিত হয়েছে। বৈঠকে বোলসোনারোর বিরুদ্ধে একটি অভিযোগের তদন্তকাজ চলছিলো। সাবেক বিচারমন্ত্রী সেরজিও মোরো দাবি করেছেন যে, প্রেসিডেন্ট ফেডারেল পুলিশের কাজে ভুলভাবে হস্তক্ষেপ করার চেষ্টা করছেন। সাবেক এই বিচারমন্ত্রী গত মাসে পদত্যাগ করেছেন।
মোরো তদন্তকারীদের জানান, এজেন্সির প্রধানসহ ফেডারেল প্রধান পুলিশদের পদে পরিবর্তন আনার দাবি জানিয়েছিলেন বোলসোনারো। এছাড়া তিনি মোরোর সঙ্গে পরামর্শ ছাড়াই ফেডারেল পুলিশ মহাপরিচালককে বরখাস্ত করেন। এরপরেই মোরো পদত্যাগ করেন।
তবে এসব অভিযোগকে অস্বীকার করেছেন বোলসোনারো। তিনি জোর দিয়ে বলেন যে, তার কথার ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে।
এদিকে প্রকাশিত ভিডিওতে দেখা যায় যে, প্রেসিডেন্ট বোলসানারো বলছেন যে, আমি ইতোমধ্যেই রিও দে জেনিরোতে আমাদের নিরাপত্তা পরিবর্তন করার চেষ্টা করেছি। তবে সেটা করতে আমি পারিনি, ব্যস শেষ। সূত্র- আল জাজিরা।