মৌলভীবাজারের কমলগঞ্জে আদম ব্যবসার টাকার ভাগবাটোয়ারা লেনদেনকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আহত দুই ভাইয়ের মধ্যে ছোট ভাই বেলাল মিয়া (৩৫) চিকিৎসাধীন অবস্থায় ঘটনার তিন দিন পর বুধবার ভোর রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
নিহত বেলাল উপজেলার আদমপুর ইউনিয়নের উত্তরভাগ গ্রামের আমির মিয়ার ছেলে।
এর আগে গত রবিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় শাহিন মিয়া আদমপুরস্থ হাজী মার্কেটের তার ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ী পার্টনার বেলালকে ডাকেন। পাওনা টাকা আনতে বড় ভাই মন্নান মিয়াকে সাথে নিয়ে সেখানে যান বেলাল। টাকা লেনদেন নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে শাহিন মিয়া বেলালকে ছুরিকাঘাত করেন। তাকে রক্ষা করতে বড় ভাই মন্নান এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করে শাহিন। শাহিনের উপুর্যুপরি ছুরিকাঘাতে ব্যবসায়ী বেলাল মিয়া ও তার বড় ভাই মন্নান মিয়া গুরুত্বর আহত হলে স্থানীয়রা আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিলেট উসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার তিন দিন পর মারা যায় বেলাল।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এ ঘটনার পরে স্থানীয় ব্যবসায়ীরা ঘাতক শাহীন মিয়াকে আটক করে পুলিশে হস্তান্তর করে। এ ঘটনায় রবিবার রাতে আহত বেলালের বাবা আমির মিয়া বাদি হয়ে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। বুধবার সন্ধ্যায় কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী এর সাথে যোগাযোগ করলে আহত বেলালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
ডিবিএন/এসডিআর/মোঃ মোস্তাফিজুর রহমান