রেদওয়ান রাকিব, ইবি প্রতিনিধি: রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আরাফাত হত্যা মামলায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মচারী ইলিয়াস জোয়ার্দারকে গ্রেপ্তার করা হয়েছে।
হত্যা মামলার তদন্ত কর্মকর্তা শৈলকূপা থানার ওসি মহসিন হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ‘একটি হত্যা মামলায় গতকাল তিনি কোর্টে আত্মসমর্পণ করেছেন। এখন তিনি ঝিনাইদহ জেলহাজতে আছেন। তদন্ত শেষ হলে মামলার বিচার হবে।’
জানা যায়, গ্রেপ্তার হওয়া কর্মচারী বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের কর্মচারী। তিনি রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরাফাত রহমানের হত্যার সাথে জড়িত ছিলেন। হত্যা মামলার তিনি পাঁচ নং আসামি ছিলেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বলেন, ‘আমরা এ বিষয়ে কিছু জানতে পারিনি। তথ্য নিশ্চিত হলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।’
প্রসঙ্গত, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া আরাফাত রহমান খুন হয়েছিলেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।