মৌলভীবাজারের কমলগঞ্জে সিএনজি অটোরিক্সায় ছাগল চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন হেলাল মিয়া (২৫) নামের একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন এলাকাবাসী।
এ সময় পুলিশ চোরাইকৃত একটি ছাগল ও চোরাই কাজে ব্যবহৃত সিএনজি গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যায়। সোমবার (৩১ অক্টোবর) বিকেলের পর পর উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজারে এ ঘটনাটি ঘটেছে। আটককৃত হেলাল মিয়া কুলাউড়া উপজেলার পৌর এলাকার হাসান মিয়ার ছেলে বলে জানা যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, তিন জনের একটি ছাগল চোর চক্র উপজেলার রেলগেইট এলাকা থেকে একটি ছাগল চুরি করে শহীদনগর বাজারের দিকে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের নজরে পড়ে। এ সময় চোর চক্রের দুইজন পালিয়ে যায়। পরে এলাকার লোকজন সিএনজি ও চোরচক্রের এক জনকে আটক করে পতনঊষার ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন।
পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খাঁন বলেন, স্থানীয় এলাকাবাসী ছাগল, সিএনজি অটোরিক্সাসহ একজনকে আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসে। পরে আমরা পুলিশের কাছে হস্তান্তর করেছি।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্চয় চক্রবর্তীর সাথে যোগাযোগ করলে তিনি, ছাগল চোর আটকের সত্যতা নিশ্চিত করেন।