স্পোর্টস ডেস্ক/S.H:
২৮ জুন রাতে ইউরো চ্যাম্পিয়ান পর্তুগালের মুখোমুখি হয়েছিল ইউরোপের অন্যতম শক্তিশালী দল বেলজিয়াম। পুরো ম্যাচে অধিপত্য বিস্তার যদিও ছিল বর্তমান ইউরো চ্যাম্পিয়ান পর্তুগালের তবুও শেষ হাসি হাসলো বেলজিয়াম। ১-০ গোলে পর্তুগিজদের হারিয়ে শেষ আটে জায়গা করে নিলো বেলজিয়াম।
সোমবার রাতে সেভিয়ার লা কার্তুহায় রোনালদোর বিপক্ষে মাঠে নামেন বেলজিয়াম। খেলার শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমনাত্মক খেলা খেলে সান্তোসের দল। বল দখল শতকরা ৫৮ শতাংশ ছিল সিআর সেভেনদের আর ৪৮ শতাংশ ছিল বেলজিয়ামের। গোলে মরিয়া হয়ে উঠা পর্তুগাল, ২৩ শটের মধ্যে একটিও বেলজিয়ামের জাল কাঁপাতে সক্ষম হয়নি। অন্যদিকে ৬ টি শট করা বেলজিয়ামের বল একটি গিয়ে থামে পর্তুগালের জালে। ৪২ মিনিটের সেই গোলেটি করেন বেলজিয়ামের তোরগান হ্যাজার্ড। বিরতির পর বেলজিয়ামকে আরও চাপে রেখে ম্যাচ শুরু করে সান্তোসের দল। ৫৮ মিনিটে একটি সুযোগও পায় পর্তুগিজ ফুটবলাররা। রোনালদোর পাসে জালের উপর দিয়ে বল পাঠায় পর্তুগিজ ফুটবলার জটা। এরপর আরও কয়েকটি সুযোগ পেলেও বল জালে পাঠাতে ব্যর্থ হয় বর্তমান চ্যাম্পিয়ানরা। ফলে ইউরোর শীর্ষ আটের টিকিট পেয়ে যায় বেলজিয়াম। ইউরো ২০২০ আসরের সমাপ্তিটা যেনও এইখানে লিখে রেখে ছিল ভাগ্য রোনালদোর জন্য। ম্যাচ শেষে কষ্টে মৃদু হেসে মাঠ ছাড়েন হয় এই দশকের সেরা খেলোয়াড় ক্রিশ্চিয়ান রোনালদো। ধারনা করা হচ্ছে এইটি সিআর সেভেন শেষ ইউরো। তবে অনেকের মতে পর্তুগাল স্টারে ফিটনেস এতটাই ভালো যে আরও একটি ইউরো সহজেই খেলতে পারবেন ক্রিশ্চিয়ান রোনালদো।
এদিকে আগামী শুক্রবার কোয়ার্টার ফাইনালে ইতালির মুখোমুখি হবে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ দল বেলজিয়াম।