মৌলভীবাজারে চুরি করা একটি প্রাইভেট কারের টুকরো টুকরো করা খন্ডিত অংশ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় গাড়ি চোর চক্রের দুই সদস্যকে আটক করা হয়।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়, গত (১০ নভেম্বর) বৃহস্পতিবার গোপন সুত্রে খবর পেয়ে জেলা গোয়েন্দা শাখার এসআই তোফাজ্জল হোসেনসহ ডিবি পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে জেলার মোস্তফাপুর ইউপি’র ঘড়ুয়া গ্রামে অভিযান চালিয়ে চোরাই প্রাইভেট প্রোবক্স কার গাড়ি খন্ড খন্ড করা অবস্থায় উদ্ধার করেন।
অভিযানে ঘড়ুয়া গ্রামের সাব্বির এর বাড়ি থেকে ১টি নম্বর প্লেট বিহীন সিলভার রঙের টয়োটা প্রোবক্স কারের ৪টি দরজা, গাড়ির সীট, ৪টি টায়ারসহ চাকা, বনেট, সীলিং সহ অন্যান্য যন্ত্রাংশ খোলা ও আলাদা আলাদা অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার করা প্রাইভেট কারের মুল্য ৮ লক্ষ বলে জানায় ডিবি জেলা কার্যালয়। এসময় গাড়ি কাটার কাজে ব্যবহৃত অক্সিজেন গ্যাস হোল্ডার ও গ্যাস সিলিন্ডার সরঞ্জাম জব্দ করা হয়।
এসময় গাড়ি চোরচক্রের সদস্য মো: আব্দুল কাইয়ুম (৩২) ও সৈয়দ রায়হান আহমেদ (২৪) নামে দু’জনকে আটক করা হয়। পরে আটককৃতদের গাড়িটির বৈধ কাগজপত্র দেখাতে না পারায় আটককৃতদের জিজ্ঞাসাবাদ করলে তাঁরা জানায়, গত ৬/৭ দিন পূর্বে অজ্ঞাত আরো ৫/৬জন মিলে অজ্ঞাত স্থান থেকে গাড়িটি চুরি করে নিয়ে এসে ভেঙে টুকরো টুকরো করে গাড়ির খন্ডিত বিভিন্ন অংশ বিক্রির জন্য ঘড়ুয়া গ্রামের সাব্বিরের বাড়িতে রাখে।
এ বিষয়ে জানতে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ (ওসি) মোঃ ইয়াসিনুল হক বলেন শুক্রবার (১১ নভেম্বর) সকালে আটককৃত দু’জনের বিরুদ্ধে মামলা দায়েরের পর জেলা বিজ্ঞ আদালতের নির্দেশের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।