নয়দিল্লিতে নবনিযুক্ত চাইনিজ রাষ্ট্রদূত সুন ওয়েডং লাদাখ সীমান্ত নিয়ে ভারত-চীনের উত্তেজনা নিয়ে এবার বিশেষ বার্তা দিলেন । তিনি বলেন, চিন ও ভারত পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয়, সহযোগী। শুক্রবার দ্বিপাক্ষিক সম্পর্কের সুস্থিতির বার্তা দিল ভারতে নিযুক্ত চীন রাষ্ট্রদূত।
চীনের রাষ্ট্রদূত বলেন, সীমান্তে বিরোধের ছায়া দ্বিপাক্ষিক বাণিজ্য ও আর্থিক লেনদেনের উপর পড়লে তার পরিণাম দুদেশের জন্যই খারাপ হবে। এতে দুই দেশের উন্নয়নই ক্ষতিগ্রস্ত হবে।
সুন আরও বলেন, মেড ইন চায়না পণ্যে শুল্ক বহির্ভূত প্রতিবন্ধকতা এবং বিধিনিষেধ আরোপ করা ঠিক হবে না। এ ক্ষেত্রে চীনা উৎপাদক এবং ভারতীয় ভোক্তা, দুপক্ষই ক্ষতিগ্রস্ত হবে।
জানা যায়, লাদাখের গালওয়ান উপত্যকায় চীনের সঙ্গে সংঘর্ষে ২০ ভারতীয় সেনার মৃত্যু হয়। এরপরেই চীনের টেলিকম ও বিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে বিধিনিষেধ আরোপ করে নয়াদিল্লি। নিষিদ্ধ করা হয় টিকটক-সহ ৫৯টি চীনা অ্যাপ।
১৮ মিনিটের ওই ভিডিও বার্তায় পারস্পারিক আস্থা এবং বিশ্বাস ফিরিয়ে আনারও আহ্বান জানিয়ে চীন রাষ্ট্রদূত বলেন, পরস্পরকে সম্মান দেওয়া এবং মূল স্বার্থগুলির প্রতি নজর দিলেই ভারত-চীন সম্পর্কে নতুন মাত্রা আসবে।