চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ গুইঝোর একটি কয়লা খনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন।
গতকাল রোববার (২৪ সেপ্টেম্বর) সকালে সানজিয়াওশু কয়লা খনিতে আগুনের সূত্রপাত হয় বলে পানঝৌ সিটি সরকার তাদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিকভাবে ধরণা করা হয় কনভেয়ার বেল্টে আগুন লেগেছিল এবং আগুনের ফলে ১৬ জন লোক খনিতে আটকা পড়েছিল। তবে আগুন নিভিয়ে ফেলার পর খনির তাপমাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরে আসলেও, প্রাথমিক যাচাইয়ের পর ওই ১৬ জনের কোনও সাড়া পাওয়া যায়নি।
তবে অগ্নিকাণ্ডে ঠিক কী পরিমাণ ক্ষতি হয়েছে বা কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সে সম্পর্কে বিজ্ঞপ্তিতে কোনো তথ্য ছিলো না।
এর আগে, গত আগস্টে চীনের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছিলেন। সিসিটিভির প্রতিবেদন অনুযায়ী, বিস্ফোরণের সময় খনিতে প্রায় ৯০ জন শ্রমিক ছিলেন। তাদের মধ্যে অন্তত ৯ জন ভেতরে আটকা পড়েন।
প্রসঙ্গত, গত কয়েক দশকে চীনে খনি নিরাপত্তা ব্যবস্থার উন্নতি ঘটলেও বড় ধরনের দুর্ঘটনার খবরও দেশটির গণমাধ্যমে উঠে আসছে। আগে খনি দুর্ঘটনার অনেক খবরই দেশটির সরকারি সংবাদমাধ্যমে প্রকাশ করা হতো না। চীনের সরকারি পরিসংখ্যান অনুযায়ী দেশটিতে গত বছর ১৬৮টি খনি দুর্ঘটনায় ২৪৫ জন মারা গেছে।
সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
*** আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ৮:১৬ | শুক্রবার ***
ডিবিএন/এসই/ এমআরবি