চিকিৎসা বিজ্ঞানের বিপুল পরিমাণ বই ও তথ্য অনলাইনে ছাড়ার উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্যের একটি পাঠাগার।
প্রযুক্তিবিষয়ক অনলাইন ম্যাশবলের এক প্রতিবেদনে জানানো হয়, ইতোমধ্যে ‘ইউকে মেডিকেল হেরিটেজ লাইব্রেরি’ নাম দিয়ে শত শত বই ডিজিটালাইজড করার প্রক্রিয়া শুরু হয়েছে।
ওয়েলকাম লাইব্রেরির প্রজেক্ট ঘোষণায় বলা হয়েছে, আগামী দুই বছর ইন্টারনেট আর্কাইভটির একটি টিম চিকিৎসা, গ্রাহক স্বাস্থ্য, শারীরিক শিক্ষা এবং মানসিক শক্তি বাড়ানোর শিক্ষাসহ নানাবিধ চিকিৎসা বিজ্ঞানর বই স্ক্যান করবে। এতে লিডস ইউনিভার্সিটির খাদ্য ও পুষ্টিবিষয়ক ১৪শ’ রান্না বিষয়ক বইও স্ক্যান করে যুক্ত করা হবে।
এক বিবৃতিতে জিস্কের পোর্টফোলিও ম্যানেজার জানান, ওয়েবে ‘ইউকে মেডিকেল হেরিটেজ লাইব্রেরি’ তৈরি লক্ষ্যে ওয়েলকাম লাইব্রেরির সঙ্গে তারা এই কাজটি করছেন। তিনি আশা প্রকাশ করেন এর ফলে চিকিৎসা বিজ্ঞানের জ্ঞান, অভিজ্ঞতা এখন নতুন কোনো জ্ঞানের উদ্ভাবনে সহায়ক হতে পারে।
প্রকল্পটির সহযোগিতায় রয়েছে, ইউনিভার্সিটি কলেজ লন্ডন, ইউনিভার্সিটি অব গ্লাসগো, দ্য লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন, কিংস কলেজ লন্ডন, দ্য ইউনিভার্সিটি অব ব্রিস্টল, দ্য রয়েল কলেজ অব ফিজিশিয়ান অব লন্ডন, দ্য রয়েল কলেজ অব ফিজিশিয়ান অব এডইনবার্গ এবং দ্য রয়েল কলেজ অব সার্জিয়ান অব ইংল্যান্ড।