নিজের ৪ টি গরুকে ইঁদুর মারা বিষাক্ত গ্যাস ট্যাবলেট খাওয়াইয়ে হত্যার করার পর মালিক নিজেও ২ টি গ্যাস ট্যাবলেট খাওয়ার পর আত্মহত্যার ঘটনা ঘটায়। ৪ টি গরুর আনুমানিক মূল্য ৩,৫০,০০০/- টাকা।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর বর্মগাঁও পাড়াপুকুর সরকারি আশ্রয়ন প্রকল্পে খাদেমুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি গত শুক্রবার ১ সেপ্টেম্বর এ ঘটনা ঘটিয়েছে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ওই আশ্রয়ণ প্রকল্পে খাদেমুল ইসলামের সঙ্গে তাঁর স্ত্রীর বেশ কিছুদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। তার স্ত্রী জনৈক ব্যক্তির সাথে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েছে এমন ধারনা করতেন তিনি। একাধিকবার এ ব্যাপারে তার স্ত্রীকে এ বিষয়ে শাসন করলে তার স্ত্রী কোন কিছুতেই কর্ণপাত করেনি ফলে ব্যাপারটি তার কাছে অসহ্য ও চরম লজ্জা ও ক্ষোভের বিষয় হয়ে দাঁড়ায়।
এজন্য কিছু বলতে গেলে কথায় কথায় তার বউ তাকে গরুর ধমক দিয়ে বলে যে, তুমি বেশি আমাকে শাসন করলে আমি গরু বিক্রি করে এই সংসার এবং তার সংসারে থাকা তিন বাচ্চা রেখে সে অন্যত্র চলে যাবে। যার কারণে সে এসব সহ্য করতে না পেরে উক্ত গরুগুলোকে ইঁদুর মারা গ্যাস ট্যাবলেট খাাওয়াইয়ে গরুগুলো মারা যায় এবং সে নিজেও দুটি গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
এতে গুরুতর অসুস্থ হলে তার আত্নীয়-স্বজন তাকে দ্রুত রানীশংকৈল উপজেলা হাসপাতালে ভর্তি করে। খাদেমুল ইসলাম এর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাকে দিনাজপুর মেডিকেল কলেজে রেফার্ড করে ৷ কিন্তু খাদেমুল ইসলামের পরিবারের লোকজন তাকে দিনাজপুর মেডিকেলে নেওয়ার পূর্বেই গতকাল শনিবার ৩ সেপ্টেম্বর দুপুরে রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুবরণ করেন।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম মন্ডল ঘটনার সত্যত্যা নিশ্চিত করে জানান,৪ টি গরু গ্যাস ট্যাবলেট প্রয়োগে মারা গেছে এবং ধারণা করা হচ্ছে গ্যাস ট্যাবলেট খেয়ে খাদেমুলের মৃত্যু হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি