কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে পঞ্চম বারের মতো জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হলেন অধ্যাপক মো. আলী আশরাফ। তিনি বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার। ৮৩টি কেন্দ্রের মধ্যে ৮২টি কেন্দ্রের ফলাফলে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে ১ লাখ ৮৪ হাজার ৯০১ ভোট পেয়ে বেসরকারি ভাবে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ২০ দলীয় জোট প্রার্থী ধানের শীষ প্রতীকে এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ ১৫ হাজার ৭ শত ৪৭ ভোট পেয়েছেন।তাদের ভোটের ব্যবধান ১ লক্ষ ৬৯ হাজার ১ শত ৫৪ ভোট। চান্দিনা আসনে মোট ভোটার ২ লাখ ৫৪ হাজার ৫শত ১৫ জন। রাত ৮টায় সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম জাকারিয়া এ ফলাফল নিশ্চিত করেন।. উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত চান্দিনা উপজেলার ৮৩টি কেন্দ্রের মধ্যে দুই দলের মারামারি হও ১টি কেন্দ্রে ভোট স্থগিত করেন সহকারি রিটার্নিং অফিসার এসএম জাকারিয়া। অধ্যাপক মো. আলী আশরাফ এমপি এর আগে ১৯৭৩ইং সালে প্রথম বার, ১৯৯৬ সালে দ্বিতীয়বার, ২০০৮ সালে তৃতীয়, ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চতুর্থবার নির্বাচিত হন। আর ২০১৮ সালের ৩০ ডিসেম্বর পঞ্চমবারের মত নির্বাচিত হয়েছেন।