আবু সাঈদ আল জিহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে র্যাব-৫ এর বিশেষ অভিযানে গুলি ভর্তি বিদেশী পিস্তলসহ বশির আহম্মেদ (২৫) নামে শীর্ষ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার করেছে র্যাব-৫ সদস্যরা।
২৩ জুন বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ চল্লিশ রশিয়া সাকিনস্থা কমিউনিটি ক্লিনিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব-৫ সদর দপ্তর থেকে মঙ্গলবার গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
এরূপ গোপন সংবাদের ভিত্তিতে ২৩ জুন মঙ্গলবার র্যাব-৫, রাজশাহী এর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আজমল হোসেন এবং স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এর নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন চল্লিশ রশিয়া সাকিন কমিউনিটি ক্লিনিক এর দক্ষিন পাশে জনৈক মৃত মোন্তাজ হাজী এর আমবাগানের ভিতর একজনের উপস্থিতি ও গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যাব তাকে চ্যালেঞ্জ করে এবং ঘটনাস্থলেই বশির আহম্মেদ (২৫) নামের একজনকে আটক করে।
পরবর্তীতে উক্ত ধৃত আসামীর হেফাজত হইতে (ক) বিদেশী পিস্তল-০১টি, (খ) ম্যাগজিন-০১টি, (গ) মোবাইল সেট-০১টি, (ঘ) সীমকার্ড-০২টি এবং (ঙ) মেমোরী কার্ড-০১টি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় ০১টি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।