আবু সাঈদ আল জিহাদ, (সূত্র-এ.এস.এ সোহাগ) চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ শহরে র্যাবের অভিযানে ৩৯ কেজি ৫শ’ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যব সায়ী গ্রেফতার হয়েছে।
বুধবার(৩’জুন) বিকেল পৌনে চারটার দিকে শন্তিমোড় এলাকায় অভিযানটি চালানো হয়। এসময় একটি রিক্সা,২টি ষ্টিল বক্স ও নগদ ২০ হাজার ৫শ’ টাকা জব্দ হয়।
গ্রেফতারকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা শেরপুর গ্রামের মো.এনতাজুলের ছেলে শফিকুল ইসলাম(৩৫), জেলার শিবগঞ্জ উপজেলার কয়লাডাঙ্গা গ্রামের মৃত.লাল মোহম্মদের ছেলে রোমান আলী ওরফে ইষ্টু(২৪) ও একই গ্রামের মৃত ইকরামুল হকের ছেলে রিমন আলী(২৪)।
র্যাব-৫ ব্যাটালিয়ন রাজশাহীর সদর কোম্পানী (সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্প) কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এ.টি.এম মাইনুল ইসলাম অভিযানটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে সদর থানায় মাদক আইনে মামলা হয়েছে।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ ৫৩’বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন রাজশাহীর গোদাগাড়ি বিওপি’র একটি টহল দল ১ কেজি ৫শ’ গ্রাম হেরোইনসহ সেলিম রেজা(১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বুধবার(৩’জুন) সকাল পৌনে ৮টার দিকে গোদগাড়ি উপজেলার মহিশালবাড়ি ইউনিয়নের রেল বাজার এলাকায় অভিযান চালায় বিজিবি। অভিযানে নৌকাযোগে সীমান্ত এলাকা থেকে আসা সেলিমকে ৩০ লক্ষ টাকা মূল্যোর হেরোইনসহ গ্রেফতার করা হয়। সে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর আলাতলী কোদালকাঠি চেয়ারম্যানপাড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে।
৫৩’বিজিবি অধিনায়ক লে.কর্ণেল মোহম্মদ সুরুজ মিয়া অভিযানটি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় মামলা দিয়ে আসামীকে গোদাড়াড়ি থানায় সোপর্দ করা হয়েছে।