চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি এর বিশেষ প্রতিবেদনঃ আম, কাঁসা ও নকশী কাঁথার রাজধানী চাঁপাইনবাবগঞ্জ। এই জেলায় ধিরে ধিরে বেড়ে উঠেছে বিভিন্ন মার্শাল আর্ট ও কারাতে একাডেমী। ইতিমধ্যে দেশের ভয়াবহ করোনা পরিস্থিতি ও ধর্ষন প্রতিরোধের জন্য সকাল-বিকাল মেয়েদের “ফ্রি” কারাতে প্রশিক্ষন দিয়ে যাচ্ছে অত্র জেলাতে বেড়ে উঠা “চ্যাম্পিয়ন কারাতে-দো একাডেমী বাংলাদেশ ও বাংলাদেশ ইয়াং কিং কারাতে সেন্টার চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।
এ নিয়ে বাংলাদেশ ইয়াং কিং কারাতে সেন্টার, চাঁপাইনবাবগঞ্জ এর মহিলাদের প্রশিক্ষনের সহযোগিতা ও কারাতে ১ম কিউ ফরিদা খাতুন জানান, আমরা দীর্ঘ ৪মাস যাবৎ একাডেমী বন্ধ রেখেছিলাম। করোনা পতিস্থিতির জন্য শরীর চর্চামুলক কারাতে প্রশিক্ষনের জন্য একাডেমীতে প্রশিক্ষন চালু করি।
ইতিমধ্যে দেশে ধর্ষনের হার বৃদ্ধি পাওয়াই অত্র একাডেমীতে নিরাপত্তার ও ধর্ষন প্রতিরোধের জন্য মেয়েদের কে “ফ্রি” আত্নরক্ষা ও শরীর চর্চা মুলক কারাতে প্রশিক্ষন দিয়ে যাচ্ছি। এ নিয়ে বাংলাদেশ ইয়াং কিং কারাতে সেন্টার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশিক্ষক আবু সাঈদ কে জিজ্ঞেস করলে তিনি জানান, বাংলাদেশ ইয়াং কিং কারাতে সেন্টার বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত একটি কারাতে সেন্টার যাহার নিবন্ধন নংঃ গভ.রেজি নং.কা/১০৬ যাহার প্রধান প্রশিক্ষকঃ সিহান মোস্তাফিজুর রহমান(জাতীয় কারাতে প্রশিক্ষক ও যুগ্ন সাধারন সম্পাদক বি.কে.এফ) সহ-প্রধান প্রশিক্ষকঃ সেনসি ফরমান আলী(ব্লাক বেল্ট ৩য় ড্যান বি.কে.এফ ও রাজশাহি বিভাগীয় প্রধান বাংলাদেশ ইয়াং কিং কারাতে সেন্টার) এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশিক্ষক হিসেবে আমাকে দায়িত্ত দেওয়া হয়েছে।
এরই ধারাবাহিকতায় মেয়েদের নিরাপত্তার সার্থে আমরা মেয়েদের ফ্রি আত্নরক্ষা ও শরীর চর্চামুলক কারাতে প্রশিক্ষন দিয়ে যাচ্ছি। এবং তিনি আরো জানান, জেগে উঠো মা, জেগে উঠো বোন, জেগে উঠো মেয়ে দু’হাতকে হাতিয়ার বানাও নিজের সম্মান রক্ষায়। নিজের সম্মান নিজেকে রক্ষা এবং অন্যের সহযোগিতায় প্রতিরোধ গড়তে নিজেই প্রস্তুত হও।