চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত ৩৭নং মুনির নগর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হোসেন মুরাদ (৫০) করোনার লক্ষণ নিয়ে মারা গেছেন।বুধবার (১৩ মে) সকালে মুন্সিপাড়ার নিজ বাসায় কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় মারা যান।জানা গেছে, হোসেন মুরাদ জ্বরে ভোগার কারণে গত তিনদিন আগে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে তার শরীরের নমুনা সংগ্রহ করা হয়েছিল। কিন্তু নমুনা পরীক্ষার রিপোর্ট আসার আগেই বুধবার সকালে মুন্সিপাড়ার নিজ বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।হোসেন মুরাদ চসিক নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত ৩৭নং মুনির নগর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ছিলেন।এছাড়াও তিনি ওই ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন। আওয়ামী লীগ নেতা মৃত্যুকালে এক সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে আওয়ামী লীগ পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাছির উদ্দিন,শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল আওয়ামী লীগ পরিবার থেকে শোক জ্ঞাপন করা হয়েছে।