বন্যার্তদের সাহায্যের জন্য আজ শনিবার (২৪ আগস্ট) টানা তৃতীয় দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) গণত্রাণ সংগ্রহ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ৷ গতকাল শুক্রবার কর্মসূচির দ্বিতীয় দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই উদ্যোগে ১ কোটি ৪২ লাখ টাকা ৫০ হাজার ১৯৬ টাকা জমা পড়েছে ৷
এদিকে ২৫ হাজার বন্যার্ত পরিবারের খাদ্য আর অষুধ সংগ্রহ করে ফেনী, নোয়াখালী ও কুমিল্লায় যাচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কয়েকটি দল। আজ শনিবার (২৪ আগস্ট) সকালে পাঁচটি ট্রাকে বেসরকারি ৪টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রওনা দিয়েছে। রাজধানীর ৩০০ ফিট রোডের একটি কনভেনশন সেন্টারে চলছে তাদের ত্রাণ সংগ্রহ কার্যক্রম। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, আইইউবি, এআইইউবি ও গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থী-শিক্ষক’সহ সাধারণ মানুষ কাজ করছেন ত্রাণ সংগ্রহে।
জানা গেছে, টিএসসির প্রধান ফটকে বুথ স্থাপন করে বৃহস্পতিবার থেকে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ৷ বিভিন্ন পর্যায়ের মানুষ শিক্ষার্থীদের এই উদ্যোগের সঙ্গে শামিল হন৷ কেউ ব্যক্তিগত গাড়ি, কেউ ভ্যানে করে, কেউ কেউ ছোট ট্রাকে করে ত্রাণ নিয়ে আসেন ৷ নগদ অর্থের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা গতকাল শুক্রবার যে পরিমাণ ত্রাণসামগ্রী টিএসসিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাছে তুলে দিয়েছেন, তা বহন করতে প্রায় ৫০টি ট্রাক লেগেছে ৷ দিনভর ত্রাণ ও নগদ অর্থ সংগ্রহের পর রাতে প্যাকেজিংয়েও অংশ নেন বিপুলসংখ্যক ছাত্র-ছাত্রী ৷ পরে ট্রাকে করে ত্রাণ পাঠানো হয়েছে দুর্গত এলাকায় ৷ আজ সকাল ১০টা থেকে টিএসসির ফটকে আবারও ত্রাণ সংগ্রহ কর্মসূচি শুরু হয়েছে চলবে রাত আটটা পর্যন্ত সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে রাত আটটা পর্যন্ত ৷
উল্লেখ্য, ভারতীয় ঢল আর ভারী বৃষ্টিতে বন্যা কবলিত হয়েছে দেশের ১২টি জেলা। ভারী বৃষ্টিপাত ও প্রবল স্রোতের কারণে বন্যার পানিতে ডুবে, পাহাড় ধসে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোমবার (১৯ আগস্ট) থেকে শনিবার পর্যন্ত ১৮ জন মারা গেছেন। গত বুধবার (২১ আগস্ট) থেকে ফেনীসহ ৮ জেলায় হঠাৎ বন্যা দেখা দেয়। তবে তার কয়েকদিন আগে থেকেই ভারী বৃষ্টি হচ্ছে অনেক জেলায়। এরপর বাঁধ ভেঙে ও বাঁধ উপচে গত বৃহস্পতিবার আরও চার জেলার অনেক জায়গা তলিয়ে যায়।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৩:২৩ | শুক্রবার
ডিবিএন/এসই/ এমআরবি