চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভিসি অধ্যাপক ড. শিরীন আখতারসহ পরিবারের সাতজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ভিসির মেয়ে, নাতি-নাতনি ও তার বাসভবনের কর্মচারীরা রয়েছেন। ভিসি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
ভিসি জানান, শনিবার সন্ধ্যায় তিনিসহ তার পরিবারের সাতজনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। বর্তমানে তিনি ও পরিবারের আক্রান্ত সদস্যরা চট্টগ্রামের বাসায় রয়েছেন। তাদের সবার শারীরিক অবস্থা ভালো। ভিসি সবার কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
অধ্যাপক ড. শিরীণ আখতার হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৮তম ও প্রথম মহিলা উপাচার্য। ২০১৯ সালের ৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের আচার্য ও বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ তাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেন। উপাচার্যের দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপ-উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) এবং উপাচার্যের (রুটিন দায়িত্ব) দায়িত্ব পালন করেন।