স্টাফ রিপোর্টারঃ আরাফাত আহমেদ রনি
মঙ্গলবার (১ ডিসেম্বর) ক্যারিবিয়দের বিপক্ষে টাইগারদের পূর্ণাঙ্গ সিরিজ সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রাক প্রস্তুতি ও নিরাপত্তার বিষয় যাচাই করতে দুই সদস্যের প্রতিনিধি দল চট্টগ্রাম পৌঁছেছেন। হেলিকপ্টারে করে নগরীর এমএ আজিজ স্টেডিয়ামে অবতরণ করেন তারা। প্রতিনিধি দলের সদস্য দুজন হলেন আইসিসি এবং ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের মেডিকেল দলের সদস্য ড. আকশাই মানসিং এবং সিকিউরিটি এবং সেফটি ম্যানেজার পল স্লোওয়ে।
এখানকার স্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপত্তার ব্যাপারে যাচাই করতে নগরীর ম্যাক্স ও ইম্পেরিয়াল হাসপাতাল এবং হোটেল র্যাডিসন ব্লু’র আইসোলেশন সুবিধা পরিদর্শন করেন। এরপরতারা চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শন করেন।
আইসিসির ফিকশ্চার অনুযায়ী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তিন ম্যাচের টেস্ট সিরিজ, সমান ম্যাচের ওয়ানডে আর দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে ক্যারিবিয়নদের।