স্পোর্টস ডেস্কঃ অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে খেলছেন সাকিব আল হাসান। আজ শনিবার ( ১৪ মে ) সংবাদ সম্মেলনে বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনামুক্ত হয়ে গতকাল শুক্রবার চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। আজ শনিবার সকালে দলের সঙ্গে অনুশীলনও করেছেন তিনি। তবে এতকিছুর পরও তার খেলার ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। তাই অধিনায়ক মুমিনুল হক স্পষ্টই জানিয়ে দিলেন, শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে মাঠে নামছেন বাঁহাতি অলরাউন্ডার।
উল্লেখ্য, শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে মুখিয়ে ছিলেন সাকিব আল হাসান। এই সিরিজের প্রস্তুতির জন্য ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) খেলেছেন ৪টি ম্যাচ। ডিপিএল খেলে অবশ্য যুক্তরাষ্ট্রে ফিরে যান পরিবারের কাছে। সেখান থেকে দেশে ফিরে দলে যোগ দেয়ার আগে কোভিড টেস্ট করালেই বাঁধে বিপত্তি। গত রবিবার সাকিবের কোভিড পজিটিভ আসলে শঙ্কা জাগে চট্টগ্রামে প্রথম টেস্ট থেকে বাদ পড়ার।
এদিকে, দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো চাচ্ছিলেন না ৫০ থেকে ৬০ ভাগ ফিট সাকিবকে। কোচের চাওয়া ছিল শতভাগ ফিট সাকিবকে। সাকিব সেই পরীক্ষায় নিজেকে প্রমাণ করেছেন। আজ সকালে ব্যাটিং অনুশীলন করেছেন অনেকক্ষণ। অনুশীলন শেষে কথা বলেন কোচের সঙ্গে।
তবে শেষ পর্যন্ত স্বস্তির খবর পাওয়া গেল। জানা গেছে, শেষ দিনের অনুশীলনে কোচ, টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবার মনোযোগের কেন্দ্রবিন্দুতে সাকিব। এমনকি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও উপস্থিত রয়েছেন সশরীরে।