চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪ জন। এ নিয়ে জেলায় চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৪৩৯ জনে। তবে, ২৪ ঘণ্টায় কারো মৃত্যুর ঘটনা ঘটেনি।
আজ রোববার (২৯ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪ জন। এরমধ্যে ৪৪ জন সরকারি হাসপাতালে ও ১০ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। চট্টগ্রামে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক হাজার ৪৩৯ জন। এরমধ্যে গত আগস্ট মাসেই আক্রান্ত হয়েছেন ২০২ জন। এছাড়া চলতি বছর জেলায় এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৫ জন। এরমধ্যে সেপ্টেম্বরে মারা গেছেন ১০ জন।
এদিকে ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।
আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:২৭ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ এমআরবি