চট্টগ্রামে হটলাইনে ফোন দিলেই নাগরিকদের বাড়িতে বাড়িতে চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিচ্ছে পুলিশ। করোনাভাইরাস সংক্রমণ রোধে গত কয়েকদিন ধরেই গৃহবন্দি সাধারণ মানুষ। এ অবস্থা মানুষের নিত্যপণ্যের প্রয়োজন মেটানোর জন্য যাতে বাইরে বের হতে না হয় সেজন্যই এ ব্যবস্থা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এ পদক্ষেপ নেয়া হয়েছে।
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারি বেসরকারি অনেক সংস্থায়ই এখন মাঠে রয়েছে। এছাড়া সরকারি বিধিনিষেধের কারণে সাধারণ মানুষ গৃহবন্দী। সেই সাধারণ মানুষের প্রয়োজনীয় দ্রব্য পৌঁছে দিতে পুলিশ চালু করেছে ডোর টু ডোর শপ। অর্থাৎ, ০১৪০০৪০০৪০০ নম্বরে কল দিলেই পুলিশ পৌঁছে দিয়ে আসবে ওই দিনের বাজার।
সিএমপির উপ কমিশনার এস এম মেহেদী হাসান বলেন, আমরা একটা হট লাইন নম্বর দিয়েছি। এখানে ফোন করলে সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো দরকার তা তাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়ে আসছি। যাতে তাদের বাজারে বা দোকানে যেতে না হয়।
তিনি বলেন, আমারা একটি মেডিকেল টিম করেছি। এতে পাঁচজন চিকিৎসক আছেন। তারা অনলাইনে বা ফোনের মাধ্যমে রোগীদের স্বাস্থ্যসেবা দিয়ে যাবেন।
অসুস্থ মানুষদের হাসপাতালে পৌঁছে দিতে গাড়ি’ও বরাদ্দ দেয়া হয়েছে সিএমপির পক্ষ থেকে।