চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় সাবেক গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনসহ ২৩৬ জনের নামে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ মঈন উদ্দিন মামলাটি করেন।
আজ বুধবার (৬ নভেম্বর) বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের।
এছাড়াও এই মামলায় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন ও জসিম উদ্দিনসহ ১৫৬ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাত আরো ৭০ থেকে ৮০ জনের নামে মামলা হয়েছে।
মিরসরাই থানার ওসি আবদুল কাদের জানান, আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ২০১৭ সালের ২৮ অক্টোবর বেগম খালেদা জিয়া গাড়িবহর নিয়ে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছিলেন। পথে বিকেল ৫টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের নয়দুয়ারি এলাকায় সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নির্দেশে হামলা ও ভাঙচুর করা হয়। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ৯:২৪ | শুক্রবার
ডিবিএন/এসই/ এমআরবি