স্টাফ রিপোর্টারঃ আরাফাত আহমেদ রনি
শুক্রবার (১৬ অক্টোবর) চট্টগ্রামের বাকলিয়া থানাধীন নতুন ফিশারীঘাটস্থ ভেড়া মার্কেট এলাকায় চাঁদা না পেয়ে এক ব্যাক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবু তৈয়ব(৪৫)। তিনি চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানাধীন শিকলবাহা মাস্টার হাট এলাকার বাসিন্দা। বাকলিয়া থানাধীন নতুন ফিশারী ঘাটস্থ আক্তারের কলোনীতে ভাড়া ঘর নিয়ে পরিবার সহ বসবাস করতেন। তিনি নতুন ফিশারী ঘাটে শ্রমিক সরবরাহের মাঝি ছিলেন এবং ঐ এলাকায় পাশাপাশি একটি চায়ের দোকান চালাতেন।
গ্রেফতারকৃত ব্যক্তিরা চায়ের দোকান চালানোর জন্য নিহত আবু তৈয়ব(৪৫) এর নিকট ১০০০(এক হাজার) টাকা করে মাস হারে চাদা দাবি করে। দাবিকৃত টাকা না দিলে তাকে বিভিন্ন সময় দেখে নেওয়ার হুমকি দিতে থাকে। উক্ত ঘটনার প্রেক্ষিতে আবু তৈয়ব হত্যাকাণ্ড সংঘটিত হয়। পরিকল্পিত ভাবে সংঘটিত এই হত্যাকাণ্ডকে তারা গণপিটুনি বলে চালিয়ে দেয়ার চেষ্টা করে।
হত্যাকান্ডের পরপরই চট্টগ্রাম মেট্রোপলিটন বাকলীয়া থানার বাকলিয়া থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ নেজাম উদ্দিন পিপিএম এর নেতৃত্বে বাকলিয়া থানার চৌকস অফিসারদের ঝটিকা অভিযানে গত ১৬ অক্টোবর চট্টগ্রামের বাকলিয়া থানাধীন নতুন ফিশারীঘাটস্থ ভেড়া মার্কেট এলাকায় সংঘটিত আবু তৈয়ব(৪৫) হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আকতার হোসেন প্রকাশ কসাই আকতার (৪১), মোঃ সাইফুদ্দিন (৪০), রায়হান উদ্দিন রানা (২৫), আশরাফুল ইসলাম (২৮), মোঃ সবুজ (৩৫), মোঃ আবু তাহের কালু (২০), হাসিনা (২৬) গণদের গ্রেফতার করেন।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যাক্তিগন উক্ত ঘটনায় জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করে।