শুক্রবার বিকেল থেকে শনিবার (১১ জুলাই) ভোর পর্যন্ত চট্টগ্রাম নগরী এবং মীরসরাই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
গ্রেফতার সাতজন হলো- মেহেদি হাসান হৃদয় (২২), সমীর কান্তি বণিক (২৮), মিজানুর রহমান সম্রাট (২৫), বেলায়েত হোসেন বাদশা (২২), অনিক দেবনাথ (২১), রেজাউল করিম বাচ্চু (৪৫) এবং মো. আসাদুজ্জামান (৩০)।
ওসি মহসীন সারাবাংলাকে জানান, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর জুবিলী রোড থেকে মেহেদী ও সমীরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের বাকি সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়। তাদের গ্রেফতারে ওই দু’জনকে নিয়ে অভিযান শুরু করে পুলিশ। নগরীর আকবর শাহ থানার সলিমপুর এলাকা থেকে সম্রাট ও বাদশাকে গ্রেফতার করা হয়। বাকি তিনজনকে মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান বলেন, ‘শুক্রবার ছুটির দিনে ফাঁকা নগরীতে মোটর সাইকেল চুরির পরিকল্পনা তারা নিয়েছিল। খবর পেয়ে আমরা তাদের ধরতে অভিযানে নামি। এর আগে কোতোয়ালী থানার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরির সময় ক্লোজ সার্কিট ক্যামেরায় ধরা পড়া কিছু ফুটেজ আমরা সংগ্রহ করেছি। সেখানে দেখেছি- লক করা একটি মোটর সাইকেলের ঘাড় ভেঙে মাস্টার কী দিয়ে স্টার্ট দিয়ে সেটি হাওয়া করে দিতে তাদের সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগে। জোরারগঞ্জ থেকে যাদের গ্রেফতার করা হয়েছে, তারা চোরাই মোটরসাইকেল বিক্রি করে দেওয়ার পাশাপাশি মাদক বিক্রি, ডাকাতি-ছিনতাইয়েও জড়িত।’
গ্রেফতার বাদশার বিরুদ্ধে একটি, সম্রাটের বিরুদ্ধে ৪টি এবং অনিকের বিরুদ্ধে একটি মামলা আছে বলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক কামরুজ্জামান।