বাংলাদেশ পুলিশ এর মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ এর নির্দেশক্রমে সারাদেশে একযোগে সকল বিট সমুহে বিট অফিসারদের নেতৃত্বে এলাকার গন্যমান্ব সমাজ সেবক এবং কমিউনিটি পুলিশ এর সদস্যদের সাথে নিয়ে নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ এর আয়োজন করা হয়।
স্টাফ রিপোর্টারঃ আরাফাত আহমেদ রনি
শনিবার (১০ অক্টোবর) সারাদেশে এক যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সভার প্রধান বিষয় ছিলো নারী ধর্ষন ও নির্যাতন এর ব্যাপারে মানুষকে সতর্ক করা। সারাদেশে নারীদের প্রতি হটাৎ বেড়ে যাওয়া নির্যাতন দমাতে আর পুলিশের সাথে জনগনের সুসম্পর্ক গড়ে তুলতে এই উদ্যোগ নেয় বাংলাদেশ পুলিশ।
তারেই ধারাবাহিকতায় চট্টগ্রামের খুলশী থানাধীন লালখান বাজার এর ২৫ নং বিট এ বিট অফিসার আবছার আহমেদ এর নেতৃত্বে এই সমাবেশ এর আয়োজন করা হয়।
মোঃ রফিকুল ইসলাম রানা এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলশী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কবির আহমেদ, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধীকার দুর্নীতি বিরোধী সোসাইটি এর চট্টগ্রাম বিভাগীয় চেয়ারম্যান জি,এম ফারুক, সভাটির সভাপতিত্ব করেন কমিউনিটি পুলিশ ৩৪ নং বিট এর সভাপতি মোঃ শাহজাহান কোম্পানি।
বক্তব্য প্রদানকালে আন্তর্জাতিক মানবাধীকার দুর্নীতি বিরোধী সোসাইটি এর চট্টগ্রাম বিভাগীয় চেয়ারম্যান জি,এম ফারুক বলেন, “ বর্তমানে দেশে এমন এক অরাজকতা সৃষ্টি হয়েছে যা বিশ্বাসযোগ্য না। বর্তমানে বয়স সিমা দেখে ধর্ষন হচ্ছে না কে কোথায় কোন পরিস্থিতি তে কি হয়ে যাচ্ছে তা বলা মুশকিল। বর্তমানে আমাদের সবার সচেতন হওয়া দরকার বিশেষ করে যাদের বাসায় উটতি বয়সের ছেলে মেয়েরা আছে তাদের প্রতি দৃষ্টি দেয়া দরকার। বর্তমানে ছেলে মেয়েরা নাগালের বাহিরে চলে যাচ্ছে তাদের দিকে প্রশাসন সহ সবার বিশেষ নজর রাখা প্রয়োজন।
সমাবেশে আরো বক্তব্য রাখেন খুলশী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কবির আহমেদ বলেন, “ বাংলাদেশ পুলিশ আপনাদের বন্ধু। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে দেশ ডিজিটাল হচ্ছে। ডিজিটাল হচ্ছে বাংলাদেশ পুলিশও তারেই ধারাবাহকিতায় দেশে সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে খোলা হয়েছে জাতীয় নিরাপত্বা নাম্বার ৯৯৯। এতে করে বাংলাদেশ পুলিশ আপনাদের আরো কাছে এসেছে। ৯৯৯ এ কল দেয়ার পরে আপনার সমস্যা অনুযায়ী পুলিশ কমিশনার অব্দি আপনার কল পৈাছে দেয়া হয়। নারীদের উপর যে কোন বৈষম্য বা যে কোন ধরনের হয়রানি হলে সাথে সাথে আমাদের অবগত করবেন, ভয় পাবেন না বাংলাদেশ পুলিশ আর আগের মতো নেই। বাংলাদেশ পুলিশ এখন সব অনতিক কার্যক্রম কঠোরভাবে দমন করে।
এতে আরো উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশ ৩৪ নং বিট এর সাধারন সম্পাদক তপন সিংহ, কমিউনিটি পুলিশ ওয়ার্ড প্রচার সম্পাদক মোহাম্মদ খোকন, ২৫ নং বিট এর সদস্য মোঃ মিলন (মিলন মাস্টার), ২৫ নং বিট এর সদস্য জান্নাত আরা মঞ্জু, ২৫ নং বিট এর সদস্য ও বাংলাদেশ আওয়ামি লীগ মনোনিতো ওয়ার্ড কাউন্সিলর পদপার্থী আঞ্জুমান আরা আন্তর্জাতিক মানবাধীকার দুর্নীতি বিরোধী সোসাইটি এর চট্টগ্রাম বিভাগীয় পরিচালক বাবলু বড়ুয়া, সিনিয়র তথ্য সমন্বয়কারি মোহাম্মদ মাসুদ রানা, সহকারি তথ্য সমন্বয়কারি শাহ আলম, সমাজ সেবক মোঃ হাবিবুল্লাহ চৈাধুরি ভাস্কর, লালখান বাজার ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর আবুল কাসেম ও সমাজ সেবক মামুনুর রশীদ লালু।
সমাবেশ টির আয়োজন ও সার্বিক সহযোগিতা করেন সমাজ সেবক মোহাম্মদ আয়াজ মিয়া ও সমাজ সেবক মোহাম্মদ আব্দুল কুদ্দুস।